• শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

ধামরাইয়ে নান্নার ইউনিয়নের ১,২,৩,ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ জাকির হোসেন ,ধামরাইঃ / ১৯০ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপি দীর্ঘদিন আন্দোলন করছে উল্লেখ করে সকলের কাছে সহযোগিতা কামনা করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে নান্নার ইউনিয়নের ১,২,৩ নং কর্তিক চাউনা এলাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার বিএনপি র সভাপতি ও সাবেক ধামরাই উপজেলার চেয়ারম্যান বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন তমিজ।

প্রধান অতিথির বক্তব্যে তমিজ উদ্দিন বলেন বলেন, যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে তারাই বিএনপিকে ভালবাসে এবং সমর্থন করে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত ৫ই আগষ্ট স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আমরা যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে সরাসরি তারেক রহমানের নের্তৃত্বে রাজপথে ছিলাম তারা কখনোই অন্যায় অত্যাচার ও জুলুমের রাজনীতিতে বিশ্বাসী নই। মানুষের প্রতি ভালবাসা, উদারতা বিনিময়ের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেইদিন তারেক রহমান পৃথিবির ইতিহাসে সর্বোচ্চ ভোটে ও ভালবাসায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন। সেইদিনই আমাদের আন্দোলন সংগ্রাম বন্ধ হবে।
আরো বলেন, ধামরাইয়ের উন্নয়নে সকল শ্রেনি-পেশার মানুষদের সাথে নিয়ে কাজ করবে বিএনপি। এসময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সকল মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন জনাব মোঃ তমিজ উদ্দিন ।

সার্বিক বেবস্থাপনায় জনাব মোঃ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নান্নার ইউনিয়ন বিএনপি।

নান্নার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখছেন ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ শামসুল ইসলাম আরো উপস্থিত ছিলেন নান্নার ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ২ নং ওয়ার্ডের সভাপতি জনাব মোঃ মাসুদুর রহমান সহ আরো অনেকে। এসময় নান্নার ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category